ঝড় তুলেছে ‘কল্কি”

সব হিসাব নিকাশ আর সমীকরণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঝড় বইয়ে যাচ্ছে প্রভাস-দীপিকা অভিনীত ‘কল্কি’; বক্স অফিসে একের পর এক নতুন রেকর্ড গড়ছে, আবার ভাঙছে। মুক্তির মাত্র সাত দিনে ৭০০ কোটি পার করে ফেলেছে ছবিটি। এখন থেকেই সিনেমাটির সিক্যুয়েলের জন্য অপেক্ষা করতে শুরু করে দিয়েছেন সিনেপ্রেমীরা।
এ বছরের সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবির তালিকায় ‘কল্কি’র স্থান বর্তমানে চতুর্থ। তালিকায় এর আগে আছে ‘ফাইটার’, ‘শয়তান’, আর ‘ক্রু’ ছবির নাম আছে।

‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির প্রচারে দীপিকা পাড়ুকোনছবি: ইনস্টাগ্রাম থেকে
বিদেশের মাটিতেও ঝড় তুলছে ‘কল্কি’
বিদেশের মাটিতে দাপট দেখিয়ে চলেছে ‘কল্কি’। সায়েন্স-ফিকশনধর্মী এই ছবিটি এর মধ্যেই ৭০০ কোটি টাকারও বেশি আয় করে ফেলেছে।